
শফিকুল ইসলাম: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে লাইলী খাতুন নামের এক নারীকে নির্মম ভাবে হত্যার দায়ে আব্দুস ছাত্তারকে ফাঁসির আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক। রৌমারীর ইতিহাসে এই প্রথম আদালতে ফাঁসির রায় দেওয়া হয়েছে। এই রায় শুনে বাদী পক্ষের পরিবার খুশি হয়েছেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জেলা ও দায়রা জজ আব্দুল মান্নান এ আদেশ দেন। পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্রাহাম লিংকন এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলা স‚ত্রে জানা যায়, ২০১০ সালের ৮ নভেম্বর বিকেলে দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের বাইমমারী গ্রামে বিরোধপুণ্য ৫১ শতাংস জমিতে ধান কাটাকে কেন্দ্র করে সামছুল হকের স্ত্রী লাইলী খাতুনকে আব্দুস ছাত্তার ও তার সহযোগীরা লোহার সাবল দিয়ে আঘাত করে। পরে আশপাশের লোকজন আহত ব্যক্তিকে উদ্ধার করে রৌমারী হাসপাতালে নেওয়ার পর রাতে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত লাইলী খাতুনের স্বামী সামছুল হক বাদী হয়ে রৌমারী থানায় আব্দুস ছাত্তারসহ ৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ ১০ বছর পর নিহত লাইলি খাতুন এর হত্যা মামলার আসামী ছাত্তারের ফাঁসির রায় দেয় কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক। মামলায় রাষ্ট্র পক্ষে ছিলেন পিপি এ্যাডভোকেট আব্রাহাম লিংকন। আসামি পক্ষে আইনজীবী ছিলেন এ্যাডভোকেট আমির উদ্দিন।
নিহত লাইলি খাতুনের ছেলে দিদারুল ইসলাম কান্না জড়িত কন্ঠে বলেন, আদালতের রায় শুনে আমরা অনেক খুশি হয়েছি। ১০ বছর পর মায়ের হত্যার ন্যায় বিচার পেয়েছি।
আদালতের রায় শুনে লাইলি খাতুনের স্বামী সামছুল হক জানান, এই বিচারের রায়ে আমি সন্তুষ্ট হয়েছি। দীর্ঘ ১০ বছর পর ন্যায় বিচার পাইলাম। তবে বাকি আসামীদেরও ন্যায় বিচার চাই।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।