
উল্লাপাড়া প্রতিনিধি: সোমবার উল্লাপাড়া সরকারি মার্চেন্টস পাইলট স্কুল মিলনায়তনে মাধ্যমিক শিক্ষকদের ওয়ার্কশপ চলাকালে ভিমরুলের (মৌমাছি) কামড়ে ১০ জন প্রধান শিক্ষক আহত হয়েছেন। এদের মধ্যে মোমেনা আলী বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক রকিবুল ইসলাম, বড়হর স্কুল ও কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম, উনুখা পাগলাপীর স্কুলের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন, মোহনপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকুল হোসেন এবং মোহনপুর কে, এম, ইনস্টিটিউটের প্রধান শিক্ষক আবু হান্নানকে গুরুতর অবস্থায় উল্লাপাড়া ৩০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোসলেম উদ্দিন জানান, সোমবার মাধ্যমিক শিক্ষা বিভাগ উক্ত স্কুল মিলনায়তনে জুম অ্যাপ ব্যবহারের মাধ্যমে স্কুলে অনলাইন ক্লাস পরিচালনা বিষয়ে একদিনের এক ওয়ার্কশপের আয়োজন করে। এতে ৭০ জন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান অংশ নেন। ওয়ার্কশপ চলাকালে মিলনায়তনের জানালা দিয়ে হঠাৎ করে একদল ভিমরুল প্রবেশ করে শিক্ষকদের কামড়ায়। যেসব শিক্ষক কম আহত হয়েছেন তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতরদের নেওয়া হয়েছে হাসপাতালে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।