
ডা: জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম পৌর এলাকার বকসী পাড়ায় বাঁশঝাড় থেকে মোছাঃ লিমু বেগম(৩৫) নামে এক নারীর মৃত:দেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই এলাকার কামরুজ্জামনের স্ত্রী। তার স্বামী ও পরিবারের লোকজন জানায় লিমু দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন।
নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার সকালে নিহতের বাড়ীর পাশের বাঁশঝাড়ে তার মরাদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায়। নিহত লিমুর বাবার বাড়ী এবং স্বামীর বাড়ী একই এলাকায় এবং তাদের দুটি কন্যা সন্তান রয়েছে।
সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজার রহমান জানান, প্রাথমিক তদন্তে কীটনাশক পান করার প্রমাণ মেলে। ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।