৫ বছর ধরে তালাবদ্ধ কামালপুর প্রাণিসম্পদ কোয়ারেন্টাইন স্টেশন

S M Ashraful Azom
0
৫ বছর ধরে তালাবদ্ধ কামালপুর প্রাণিসম্পদ কোয়ারেন্টাইন স্টেশন


সেবা ডেস্ক: পাঁচ বছর ধরে তালাবদ্ধ রয়েছে কোটি টাকা ব্যায়ে নির্মিত বাংলাদেশের ১১নং সেক্টর খ্যাত এলাকা বকশীগঞ্জ উপজেলার কামালপুর স্থলবন্দরের প্রাণিসম্পদ কোয়ারেন্টাইন স্টেশন। জনবলের অভাবে উদ্বোধনের পর থেকে একদিনের জন্যও ব্যবহার হয়নি স্টেশনের কোন যন্ত্রপাতি।

জানা গেছে, বিদেশ থেকে আসা পশুপাখি ও প্রাণিজ খাদ্যের মাধ্যমে প্রাণী ও মানুষের দেহে রোগ সংক্রমণ প্রতিরোধে ২০১৪ সালে কামালপুর স্থলবন্দরের প্রবেশমুখে ২০ শতাংশ জমির উপর প্রাণিসম্পদ কোয়ারেন্টাইন স্টেশন নির্মাণ করা হয়। ২০১৫ সালে কোয়ারেন্টাইন স্টেশনটি উদ্বোধন করা হয়। এরপর প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা হলেও নিয়োগ দেয়া হয়নি জনবল। প্রতিষ্ঠালগ্ন থেকেই বৈজ্ঞানিক কর্মকর্তা, ল্যাব টেকনিশিয়ান, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, ল্যাব অ্যাটেনডেন্টসহ সব পদ শূন্য। এক বছর আগে একজন নিরাপত্তা কর্মী ও একজন অফিস সহায়ক নিয়োগ দেয়া হলেও কাজ না থাকায় তারাও কর্মস্থলে থাকেন না। এমন পরিস্থিতিতে নষ্ট হচ্ছে প্রতিষ্ঠানটির কোটি টাকার সম্পদ।

প্রাণিসম্পদ কোয়ারেন্টাইন স্টেশনের নিরাপত্তা কর্মী আবদুল আজিজ জানান, আমি ছাড়া আরেকজন অফিস সহায়ক আছে এখানে। আমি শুধু রাতে গেট খুলে পাহাড়ায় থাকি। কাজ না থাকায় অফিস সহায়কও কখনো আসেন না।

কামালপুর স্থলবন্দর আমদানি-রফতানিকারক সমিতির সভাপতি আবদুল­াহ আল মোকাদ্দেছ রিপন বলেন, ইমিগ্রেশন চালু হলে বিদেশ থেকে পশুপাখি আসবে। তাহলেই কোয়ারেন্টাইন স্টেশনটি সচল হবে।

বকশীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিপ্লব কুমার পাল বলেন, বিদেশ থেকে আসা পশুপাখি ও প্রাণিজ খাদ্য পরীক্ষা নিরীক্ষার জন্য কোয়ারেন্টাইন স্টেশনটি নির্মাণ করা হয়। স্টেশনে প্রয়োজনীয় সকল যন্ত্রপাতি রয়েছে। স্টেশনের ল্যাব ও কোয়ারেন্টাইন শেডে প্রাণী ও প্রাণিজ খাদ্য ২৪ ঘণ্টা রেখে পর্যবেক্ষণের পর ব্যবহারের জন্য অনুমতি দেয়া হবে। কিন্তু ইমিগ্রেশন না থাকায় এ স্থলবন্দর দিয়ে কোনো পশুপাখি আসে না। জনবল না থাকার বিষয়টিও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top