জামালপুর সংবাদদাতা : জামালপুরের সরিষাবাড়িতে গরুর খড় নিতে দেরি হওয়ায় ভ্যানচালক আলমগীর হোসেনকে(৪০) পিটিয়ে হত্যার অভিযোগ ওঠেছে। ৩০অক্টোবর দুপুরে নিহত আলমগীরের লাম উদ্ধার শেষে মর্গে প্রেরণ করেছে তারাকান্দি তদন্ত কেন্দ্র পুলিশ। ঘটনাটি ঘটেছে ২৯ অক্টোবর সন্ধ্যায় সরিষাবাড়ি উপজেলার আওনা ইউনিয়নের কুড়ালিয়াপটল দুর্গম চরাঞ্চলে।
জানা গেছে, ভ্যানচালক আলমগীর হোসেনের চাচাত ভাই আলাউদ্দিনের ছেলে লা: রহিমের গরুর খড় নিতে দেরি করায় ক্ষিপ্ত হয়ে আ: রহিম ও তার ভাই শুকুর মাহমুদসহ কয়েকজনে পিটুনি দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। লাশ ফেলে চাচাত ভাইয়েরা পালিয়ে যায়। বিষয়টি স্থানীয়ভাবে ধামাচাপা দেয়ার চেষ্টা করেও ব্যার্থ হয়। ইতোমধ্যেই পুলিশের কাছে খবর পৌছলে লাশ উদ্ধার করে। এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু মো. ফজলুল করীম জানান, এ ঘটনায় আসামীদের গ্রেপ্তার অভিযান চলছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।