রংপু‌রে বিশ্ব সাদাছ‌ড়ি নিরাপত্তা দিবস পা‌লিত

S M Ashraful Azom
0
রংপু‌রে বিশ্ব সাদাছ‌ড়ি নিরাপত্তা দিবস পা‌লিত


স্টাফ রিপোর্টার: প্রতিবন্ধী নারীদের জাতীয় পরিষদ (এনসিডিডাব্লিউ) সহ  প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতষ্ঠায় কর্মরত বেসরকারী প্রতিষ্ঠানসমূহের সহযোগিতায় রংপুর জেলা প্রশাসন ও জেলা  সমাজসেবা কার্যালয়ের এর উদ্যোগে  আজ ১৫ অক্টোবর বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস’২০২০ উৎযাপন উপলক্ষ্যে বণাঢ়্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 দিবসটি উৎযাপন উপলক্ষ্যে প্রতিবন্ধী নারীদের জাতীয় পরিষদ (এনসিডিডাব্লিউ) সকাল ০৯:৩০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে র‌্যালী আয়োজন করে। র‌্যালীটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শহর সমাজসেবা কার্যালয় পর্যন্ত প্রদক্ষিণ করে।। র‌্যালীতে অংশগ্রহণ করেন এনসিডিডাব্লিউ’র সভাপতি নাছিমা আক্তার,ফিল্ড কো-অর্ডিনেটর হাসানুজ্জামান, প্রোগ্রাম অফিসার আফরোজা সুলতানা, ডিপিও লিডার, ম্বেচ্ছাসেবক, অভিভাবক, গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ। 

র‌্যালী উত্তরোত্তর শহর সমাজসেবা কার্যালয়ের সভা কক্ষে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা সভা আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধিতা বিষয়ক কর্মকর্তা জনাব তাপস কুমার বর্মা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব হুমায়ন কবির। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবার সহকারী পরিচালক মুনিমুন আকতার, প্রবেশন কর্মকর্তা জনাব নজরুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা আব্দুল হাকিম মিঞা, শহর সমাজসেবা কর্মকর্তা জনাব শফিকুল ইসলাম পাইকাড় ও এনসিডিডাব্লিউ’র সভাপতি নাছিমা আক্তার। সভায় এনসিডিডাব্লিউ’র প্রতিনিধি হিসেবে বক্তব্য প্রদান করেন ফিল্ড কো-অর্ডিনেটর জনাব হাসানুজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে সহকারী পরিচালক জনাব হুমায়ন কবির বলেন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের সহজ চলাচলের জন্য সাদাছড়ি অত্যন্ত গুরুত্বপূর্ণ সহায়ক উপকরণ। সাদাছড়ি শুধুমাত্র সহায়ক উপকরণ নয়, বরং উন্নয়নের অন্যতম প্রতীক। দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির ব্যবহারের জন্য অনেক আধুনিক যন্ত্র ও উপকরণ আবিস্কার হয়েছে। যেগুলো ব্যবহার করে তারা উন্নয়নে অবদান রাখতে পারে। বর্তমান সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের ‍উন্নয়নে অনেক উদ্যোগ গ্রহণ করেছে। তন্মধ্যে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির জন্য সমন্বিত শিক্ষা ব্যবস্থা অন্যতম । প্রতিবন্ধী শিশুদের শিক্ষা গ্রহণে উৎসাহিত করার জন্য তিনি আহবান জানান। বিশেষ অতিথির বক্তব্যে নাছিমা আক্তার বলেন এ ধরণের দিবস ব্যাপক পরিসরে আয়োজন করা দরকার।

 দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের সাদাছড়ি ব্যবহার নিরাপদের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা। ফিল্ড কো-অর্ডিনেটর হাসানুজ্জামান বলেন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ চলনের জন্য সাদাছড়ি অন্যতম সহায়ক উপকরণ। দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যবহৃত উপকরণ যেমন স্মার্ট ডিজিটাল সাদাছড়ি, ব্রেইল বই, টকিং বই, জজ্ সফট্ওয়ার ও উপযোগী বিভিন্ন সফট্ওয়ার সহজলভ্য ও স্বল্প খরচে সরবরাহ করা হলে তারাও যোগ্যতা প্রমাণে সক্ষম হবে। 

তাদের সুপ্ত মেধা কাজে লাগিয়ে আর্থসামাজিক উন্নয়নে অসামান্য অবদান পারবে। প্রতিবন্ধী ব্যক্তিদের 
উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারী প্রতিষ্ঠান ও সমাজের ধনাঢ়্য ব্যক্তিদের এগিয়ে আসার আহবান জানান।

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top