
স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের কাজিপুরে আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগাম প্রচার প্রচারণায় নেমেছেন সরকারি দলের নেতাকর্মিরা। প্রত্যেকেই দুর্গাপূজার শুভেচ্ছার পাশাপাশি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটের মাঠে নিজের অবস্থানকে জানান দিচ্ছেন। তারই ধারাবাহিকতায় উপজেলার ১ নং সোনামুখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে শুভেচ্ছা জানিয়েছেন কাজিপুর ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক ও মেহেনত ট্রেডিং এর চেয়ারম্যান বিশিস্ট ব্যবসায়ী রানা আহম্মেদ।
তিনি জানান, দল যদি চান তাহলে সবার দোয়া ও ভালোবাসা নিয়ে সোনামুখী ইউনিয়নের মানুষের খেদমত করে যাবো। তিনি আরও জানান, মরহুম নেতা মোহাম্মদ নাসিম ছিলেন আমার বটবৃক্ষ। এখন তার পুত্র এবং কাজিপুরের বর্তমান কান্ডারি প্রকৌশলী তানভীর শাকিল জয় সাহেব আমার নেতা। তিনি চাইলে আমি সোনামুখী ইউনিয়নবাসির সুখে-দুঃখে পাশে থাকবো।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।