কাজিপুর প্রতিনিধি: বেতন বৈষম্য নিরসনের দাবীতে কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ হেলথ এ্যাসিস্টান্ট এ্যাসোসিয়েশন কাজিপুর উপজেলা শাখার কর্মিরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা এগারটায় স্বাস্থ্য সহকারীগণ কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে জড়ো হয়ে কর্মবিরতি পালন করেন।
এসময় বক্তব্য রাখেন কাজিপুর শাখার সভাপতি আবু তালেব, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, সিরাজগঞ্জ জেলা শাখার সম্পাদক আাব্দুল মোন্নাফ, সহ সভাপতি কবির উদ্দিন, অর্থ সম্পাদক আল আমিন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, উপজেলা পরিদর্শক সমিতির মুখপাত্র শরিফুল ইসলাম, জাহিদুল ইসলাম, সালমা খাতুন, সীমা খাতুন, ফারুক হাসান, সাজেদুল হক প্রমূখ।
এসময় বক্তারা স্বাস্থ্য পরিদর্শক ১১ তম গ্রেড, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ১২ তম গ্রেড এবং স্বাস্থ্য সহকারীদের ১৩ তম গ্রেড প্রদানের ইতোপূর্বে গৃহীত সিদ্ধান্ত দ্রæত বাস্তবায়নের দাবী জানান। বক্তারা জানান, অনেকবার প্রতিশ্রæতি দিলেও আমাদের দাবী পূরণ না হওয়ায় আমরা হতাশ। আশা করছি মাননীয় প্রধানমন্ত্রি আমাদের ন্যায্য দাবী মেনে আমাদের কর্মের পথকে সুগম করবেন।
আন্দোলনে আরও শরিক ছিলেন বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতি, বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী এ্যাসোসিয়েশন ও বাংলাদেশ হেলথ ইন্সপেক্টর সেক্টোরাল এ্যাসোসিয়েশন ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।