মেলান্দহে ছাত্রলীগের সম্মেলন: আল আমিন সভাপতি, আপন সম্পাদক

S M Ashraful Azom
0
মেলান্দহে ছাত্রলীগের সম্মেলন আল আমিন সভাপতি, আপন সম্পাদক


জামালপুর সংবাদদাতা: জামালপুরের মেলান্দহে ছাত্র লীগের সম্মেলন ১৫নভেম্বর বিকেল ৩টায় উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। 

সম্মেলন শেষে রাত ১০টার দিকে আলোচনা-পর্যালোচনার মধ্য দিয়ে কামরুল ইসলাম আল আমিনকে সভাপতি এবং খালেদ আল রহমান আপনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। ১৫ নভেম্বর জেলা ছাত্র লীগের সভাপতি নিহাদুল ইসলাম নিহাদ ও সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তি উল্লেখ, নবগঠিত সভাপতি-সম্পাদককে আগামী ১৫দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশ প্রদান করেছেন।

সম্মেলনে কেন্দ্রীয় আ’লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ মির্জা আজম এমপি এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। মেলান্দহ ছাত্র লীগের সভাপতি খালেদ আল হোছাইন আরজুর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে উদ্ধোধনী বক্তব্য রাখেন-জেলা ছাত্র লীগের সভাপতি নিহাদুল ইসলাম নিহাদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন-জেলা আ’লীগের সভাপতি এড.বাকি বিল্লাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, সহসভাপতি ও মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, সহসভাপতি আলহাজ সোহরাব হোসেন বাবুল, মেলান্দহ পৌরমেয়র আলহাজ শফিক জাহেদী রবিন, হাজী দিদার পাশা সাবেক মেয়র, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ চেয়ারম্যান, সাধারণ সম্পাদক মো. জিন্নাহ,  ঢাকা বিশ^বিদ্যালয় ছাত্র লীগের সভাপতি সনজিদ চন্দ্র দাস, সম্পাদক সাদ্দাম হোসেন, জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালাল প্লাবন, ঢাকা বিশ^বিদ্যালয়ের ড. মোহাম্মদ শহিদুল্লাহ হল ছাত্র লীগের সাধারণ সম্পাদক আরিফ হোসেন রিফাত প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন-উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম আল আমিন।


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top