সেবা ডেস্ক: বাংলাদেশের মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, প্রাণঘাতি ভাইরাস করোনা মহামারির মধ্যে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আর বাড়ানো হবে কি-না, তা শিক্ষা মন্ত্রণালয় দু-একদিনের মধ্যে জানাবে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এর আগে বৈঠকে প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং সংশ্লিষ্ট মন্ত্রীরা সচিবালয় থেকে যুক্ত হন।
এদিকে করোনাজনিত কারণে কয়েক দফা ছুটি বাড়িয়ে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি রয়েছে। এর পরে কী সিদ্ধান্ত হবে- এমন প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, কাল-পরশু এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় আপনাদের জানাবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।