কাজিপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার কর্মরত সিএইচসিপিগণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মানববন্ধন করেছে। সোনামুখী ইউনিয়নের স্থলবাড়ি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মোজাম্মেল হককে ঐ ক্লিনিকের সভাপতি ইউপি সদস্য রফিকুল ইসলাম ও তার লোকজন চাহিদামতো ওষুধ না দেয়ার অযুহাতে মারধোরের অভিযোগ এনে এই মানববন্ধন করে তারা। ৫ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে মানববন্ধন থেকে স্থলবাড়ি কমিউনিটি ক্লিনিকের সভাপতি রফিকুল ইসলাম মেম্বরের দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।
মানববন্ধনকালে বক্তব্য রাখেন কাজিপুর সিএইচসিপি এ্যাসোসিয়েশনের সভাপতি ছাব্বির আহম্মেদ, সাধারণ সম্পাদক বাবুল আক্তার, সাবেক সাংগঠনিক সম্পাদক ইমাম হাসান, সঞ্চয় কুমার প্রমূখ। বক্তাগণ তদন্তসাপেক্ষে এই ঘটনার সুষ্ঠ বিচার দাবি করেন।
পরে তারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমেনা পারভিনের নিকট স্বারকলিপি প্রদান করেন।
গত ৪ নভেম্বর বুধবার দুপুরে সিসি’র কর্তব্যরত সিএইচসিপিকে ক্লিনিকের পরিচালনা কমিটির সভাপতি ইউপি সদস্য রফিকুল ইসলাম তার নিজের লোককে পাঠিয়ে চাহিদামত ঔষধ দাবি করেন। কিন্ত সিএইচসিপি মোজাম্মেল হক নিয়ম মেনে ঔষধ নিতে বললে ক্ষুব্ধ হন সভাপতি। পরে তিনি সহযোগীদের নিয়ে ক্লিনিকে ঢুকে সিএইচসিপিকে মারধোর করেন। এ বিষয়ে রফিকুল ইসলাম জানান, ‘ ওই সিএইচসিপি দুর্নীতি করেছেন। আমি তার প্রমাণ দেবো। আগত রোগীদের সাথেও তিনি অসদাচরণ করেন। তাই তাকে ধমক দেয়া হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।