জি এম রাঙ্গা: ৮ নভেম্বর দুপুর ১২টায় কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়ন পরিষদে ১০ দিন মেয়াদি অস্ত্রবিহীন গ্রামভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট মোঃ শফিউল আযম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ছিনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান হক বুলু ও ইউপি সদস্য মোঃ ছোবহান আলী ব্যাপারী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আনসার ও ভিডিপি দপ্তরের হিসাবরক্ষক গোলাম মোস্তফা রাঙ্গা। অনুষ্ঠানে সভাপত্বি করেন রাজারহাটের উপজেলা প্রশিক্ষিকা মোছাঃ ছালমা বেগম। উক্ত গ্রামের ৩২ জন পুুরুষ ও ৩২ জন নারীকে নিয়ে প্রশিক্ষণটি ০৮ নভেম্বর শুরু হয়। উক্ত প্রশিক্ষণে বিভিন্ন প্রশিক্ষণ দিবসে আত্মকর্মসংস্থানমূলক, সামাজিক উন্নয়নমূলকসহ বিভিন্ন বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণটি আগামী ১৯ নভেম্বর শেষ হবে। অনুষ্ঠান ও প্রশিক্ষণের প্যারেড পরিচালনা করেন রাজারহাটের উপজেলা প্রশিক্ষক মোঃ জিয়াউর রহমান। একই দিনে কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নাধীন নিধিরাম গ্রামে, ভুরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নের আর ডি এস ফেডারেশন ঘরে, ফুলবাড়ীর ইউনিয়নের ভাঙ্গামোড়, খোলাহাট ডিগ্রী কলেজে, উলিপুরের বজরা ইউনিয়নের কালপানি বজরায়, চিলমারীর অষ্টমীর চর ইউনিয়নের গোয়ালের চর ইউনিয়ন দলপতির বাড়ির প্রাঙ্গনে, রৌমারীর যাদুরচর ইউনিয়নের গফুর ডিলারের বাড়িতে, চর রাজিবপুরের রাজিবপুর ইউনিয়নের লামা পাড়া আলঃ মোঃ দারোগ আলীর বাড়ির প্রাঙ্গনে প্রশিক্ষণটি শুরু হয়েছে। এছাড়াও ০৫ নভেম্বর নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
রাজারহাটে গ্রামভিত্তিক ভিডিপি’র মৌলিক প্রশিক্ষণ উদ্বোধন
নভেম্বর ০৮, ২০২০
0
ট্যাগস
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।