ভূয়াছড়ি’তে সেনাবাহিনীর বিশেষ অভিযানে অত্যাধুনিক অস্ত্র উদ্ধার

S M Ashraful Azom
0
ভূয়াছড়ি’তে সেনাবাহিনীর বিশেষ অভিযানে অত্যাধুনিক অস্ত্র উদ্ধার


সেবা ডেস্ক: বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে রাঙ্গামাটির সাজেক থানার আওয়াধীন দুর্গম ভূয়াছড়ি এলাকায় সন্ত্রাসীদের একটি গোপন আস্তানা থেকে অত্যাধুনিক অস্ত্র উদ্ধার করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) এ অভিযান পরিচালনা করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআরর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি রাঙ্গামাটি পার্বত্য জেলার অন্তর্গত বাঘাইছড়ি থানার আওতাধীন সাজেকের দুর্গম ভূয়াছড়ি এলাকায় কিছু আঞ্চলিক সন্ত্রাসী দলের কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। সাজেক এলাকার দুর্গমতার সুযোগ নিয়ে আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠনগুলো সংগঠিত হচ্ছে বলে গোয়েন্দা সূত্রে জানা যায়। এই তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন গত ২২ নভেম্বর ২০২০ তারিখ হতে সাজেক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছে। অভিযানের অংশ হিসেবে শনিবার (২৮ নভেম্বর ২০২০ তারিখ) সকালে বাঘাইহাট সেনা জোনের একটি আভিযানিক দল বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি আঞ্চলিক দলের গোপন আস্তানায় হানা দেয়। টহল দলের উপস্থিতি টের পেয়ে পাহাড়ি সন্ত্রাসীরা পালিয়ে যায়।

আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তীতে নিরাপত্তা বাহিনীর টহল দল উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে লুকায়িত অবস্থায় ২টি একে-৪৭, ২টি একে-৪৭ এর ম্যাগাজিন, ১টি এসএমসি, ১টি এসএমসির ম্যাগাজিন এবং ২১ রাউন্ড গুলি উদ্ধার করে। আঞ্চলিক সন্ত্রাসীদের গ্রেপ্তারের লক্ষ্যে উক্ত এলাকায় বর্তমানে অভিযান কার্যক্রম জোরদার করা হয়েছে।

শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top