বকশীগঞ্জের বগারচর ইউপি’র উপ-স্বাস্থ্যকেন্দ্রের বেহাল দশা

S M Ashraful Azom
0
বকশীগঞ্জের বগারচর ইউপি’র উপ-স্বাস্থ্যকেন্দ্রের বেহাল দশা


সেবা ডেস্ক: বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত হয়ে গত পাঁচ বছর ধরে তালাবদ্ধ পড়ে আছে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের উপ-স্বাস্থ্যকেন্দ্র। এখানে চিকিৎসা না পেয়ে অসন্তুষ্ট উক্ত ইউনিয়নের রোগীরা। ছোটখাটো প্রয়োজনে ছুটে যাচ্ছেন বকশীগঞ্জ উপজেলা ও জেলার সরকারি-বেসরকারি হাসপাতালে। ওই ইউপির হাজারো মানুষের দাবি, স্বাস্থ্যকেন্দ্রটি সংস্কার করে পুনরায় চিকিৎসা চালু করা হোক।
জানা গেছে, হাসপাতালের চারপাশ দখল করে গড়ে উঠেছে দোকান, সিএনজি স্টেশন। সাইনবোর্ড দেখে মনে হয় ভবন বহু বছর আগে পরিত্যক্ত হয়েছে। ছাদে জন্মেছে ঘাস, জংলি লতাপাতা। চারপাশে ময়লার স্তুপের কারণে বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই এটি একটি স্বাস্থ্যকেন্দ্র। দুর্গন্ধে আশপাশ দিয়ে চলাচল করাই মুশকিল হয়ে পড়েছে।

উপজেলা স্বাস্থ্য ও কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জনবল সঙ্কটে ভুগছে বগারচর ইউপির সারমারা গ্রামে অবস্থিত উপ-স্বাস্থ্যকেন্দ্রটি। পর্যাপ্ত জনবল না থাকায় ২০১৫ সাল থেকেই তালাবদ্ধ পড়ে আছে প্রতিষ্ঠানটি। একজন করে মেডিকেল অফিসার, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ও ফার্মাসিস্টের পদ ৫ বছর ধরে শূন্য। হাসপাতালের কার্যক্রম বন্ধ থাকায় বাড়িতেই থাকছেন স্বপদে বহাল একজন অফিস সহায়ক। দীর্ঘদিন অযত্নে পড়ে থেকে বেহাল দশা হয়েছে বগারচর ইউপি উপ-স্বাস্থ্যকেন্দ্র।

সারমারা গ্রামের অনেকেই জানান, বগারচর ইউপি উপ-স্বাস্থ্যকেন্দ্র বন্ধ থাকায় ছোটখাটো অসুস্থতার জন্য স্থানীয়দের যেতে হয় ১২ কিলোমিটার দূরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে রোগীর ভিড় থাকায় পোহাতে হয় দুর্ভোগ। প্রত্যন্ত সারমারা গ্রামের বাসিন্দাদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে দ্রুত জনবল নিয়োগ ও উপ-স্বাস্থ্যকেন্দ্রটি সংস্কারের বিকল্প নেই।

বগারচর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু বলেন, বগারচর ইউপিতে প্রায় ৬০ হাজার মানুষের বসবাস। এ স্বাস্থ্যকেন্দ্র বন্ধ থাকায় দরিদ্ররা দীর্ঘদিন ধরে প্রাপ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে। জনবল সংকট নিরসন ও উপ-স্বাস্থ্যকেন্দ্র সংস্কারের বিষয়ে একাধিকবার সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষ্ণ করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী জানান, মূলত জনবল সংকটের কারণেই বগারচর ইউপি উপ-স্বাস্থ্যকেন্দ্রটি বন্ধ রয়েছে। ২০১৫ সাল থেকে কার্যক্রম বন্ধ থাকায় প্রতিষ্ঠানটির এ অবস্থা হয়েছে। সম্প্রতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসককে সেখানে পাঠানো হয়েছে। তিনি সপ্তাহে তিনদিন চিকিৎসা দেবেন। এছাড়া প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হবে। স্বাস্থ্যকেন্দ্রটির সংস্কার ও স্থায়ী জনবল নিয়োগের জন্য ঊর্ধ্বতন কর্তপক্ষের কাছে আবেদন করা হয়েছে।

শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top