জেরুজালেম পৌরসভায় চাকরির প্রস্তাব পেলেন ট্রাম্প!

S M Ashraful Azom
0
জেরুজালেম পৌরসভায় চাকরির প্রস্তাব পেলেন ট্রাম্প!


সেবা ডেস্ক: দায়িত্ব পালনকালে একটু অবসর পেলেই গলফ খেলতে ফ্লোরিডার মার-এ-লাগোয় চলে যেতেন সদ্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এছাড়া আরো একটি কাজ করার জন্য অনেক আলোচিত-সমালোচিত তিনি। সেই কাজটা আর কিছুই নয়, কাজের ফাঁকে ফাঁকে একটার পর একটা টুইট করতেন। বলা যায় টুইটের ফাঁকে ফাঁকে কাজ করতেন।

এবারের প্রেসিডেন্ট নির্বাচনের সবচেয়ে কঠিন সময়ের মধ্যেও তার ব্যতিক্রম দেখা গেল না। একটু একটু করে যখন প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের কাছে হেরে যাচ্ছেন, তখনো গলফ খেলেছেন তিনি।

পর্যবেক্ষকরা বলছেন, খুব শিগগির দায়িত্ব থেকে অব্যাহতি পাচ্ছেন ট্রাম্প। তখন আমোদ-প্রমোদ যা খুশি করার অফুরন্ত অবসর পাবেন তিনি। আর এই অবসর সময়টা যেন কাজে লাগাতে পারেন এ জন্য আগভাগেই তাকে চাকরির প্রস্তাব দিয়ে রেখেছে জেরুজালেম পৌর কর্তৃপক্ষ।

ফিলিস্তিনিদের এ শহরটি জবরদখল করে রাখা ইসরায়েল এ পৌরসভা কর্তৃপক্ষ বলে দাবি করে আসছে।

ট্রাম্পের সহয়োগিতার প্রতিদান হিসেবে তাকে পৌরসভার যে কোনো গুরুত্বপূর্ণ পদে চাকরির প্রস্তাব দিয়ে তা জেরুজালেম পৌরসভার নোটিশ বোর্ডে ও নিজস্ব ওয়েবসাইটে আপ করা হয়। তবে সমালোচনার মুখে ওই বিজ্ঞপ্তি পরে প্রত্যাহার করে নেয় জেরুজালেম পৌর কর্তৃপক্ষ।

শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top