বাঁশখালী প্রতিনিধি: বাঁশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে তল্লাশি চালিয়ে বাঁশখালী-পেকুয়া সীমান্তের পুঁইছড়ি ফুটখালী ব্রীজ এলাকা থেকে ইয়াবা সহ ৩জনকে আটক করেছে থানা পুলিশের চৌকস টিম।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) ভোর সকালে ২ হাজার ৫শ’ পিচ ইয়াবাসহ হাতেনাতে ১ নারী ও ২ যুবককে আটক করেছে থানা পুলিশ।
আটককৃতরা হলেন- কক্সবাজার জেলার কক্সবাজার সদরের ৪ নম্বর ওয়ার্ডের মৃত নাছির উদ্দিনের পুত্র মু. ইব্রাহিম (২০), টেকনাফ উপজেলার ৯নম্বর ওয়ার্ডের মৃত শামশুল আলমের পুত্র আসমত উল্লাহ (২১) ও কক্সবাজার জেলার কক্সবাজার সদরের ৬নম্বর ওয়ার্ডের বাহারছড়া এলাকার জাহিদ হোছেনের স্ত্রী সফুরা বেগম (১৯)।
বাঁশখালী থানা পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সফিউল কবীর জানান, 'গোপন সংবাদের ভিত্তিতে পুঁইছড়ি ফুটখালী ব্রীজ এলাকায় পুলিশের তল্লাশী চৌকি বসানো হয়। এসময় সিএনজি অটোরিক্সায় তল্লাশী চালিয়ে ২ হাজার ৫শ’ পিচ ইয়াবাসহ ১ নারী ও ২ যুবককে আটক করা হয়।'
তিনি আরো বলেন, 'আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা হয়েছে। বৃহস্পতিবার আদালতে তাদেরকে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।'
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।