- সেন্ট মেরীস ক্যাথেড্রাল চার্চের নিরাপত্তা ব্যবস্থা
- বড়দিন উপলক্ষে রাজধানী ঢাকার সকল গির্জা ঘিরে চার স্তরের নিরাপত্তা
- রাজধানীতে ৬৬টি গির্জায় বড়দিনের উৎসব আয়োজন
সেবা ডেস্ক: খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন উপলক্ষে রাজধানী ঢাকার সকল গির্জা ঘিরে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় কাকরাইলের সেন্ট মেরীস ক্যাথেড্রাল চার্চের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম একথা জানান।
বড়দিনে নিরাপত্তা সংক্রান্ত কোনো হুমকি নেই জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, উগ্রবাদীদের কেন্দ্রীয় অর্গানাইজেশন থেকে অন্য ধর্মাবলম্বীদের অনুষ্ঠানের আগে স্থানীয়ভাবে আক্রমণের আহ্বান জানায়। এ ধরনের আহ্বান আগেও জানিয়েছে, এবারও জানিয়েছে। তাদের আহ্বানে সাড়া দিয়ে দেশে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে, এমন কোনো তথ্য আমাদের কাছে নেই।
তিনি আরো বলেন, এবার রাজধানীতে ৬৬টি গির্জায় বড়দিনের উৎসব আয়োজন করা হয়েছে। গির্জাগুলোতে আমরা চারস্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি।
ডিএমপি কমিশনার বলেন, আমাদের ইউনিফর্ম পুলিশ প্রতিটি গির্জার গেটে আছে। পর্যাপ্ত সিসিটিভি লাগানো হয়েছে। প্রতিটি গির্জার আশপাশে ডিএমপির সাদা পোশাকে লোকজন নিয়োজিত থাকবে। এছাড়া সিটিএসবি সদস্যরাও নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন। পাশাপাশি শহরের বিভিন্ন সড়কে পেট্রোলিং টিম থাকবে।
অনুষ্ঠানে কাকরাইলের সেন্ট মেরীস ক্যাথেড্রাল চার্চের পুরোহিত ফাদার বিমল ফ্রান্সিস গোমেজ বক্তব্য রাখেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।