দৌলতপুর মুক্তিধাম দরবার শরিফের ৩১তম বাৎসরিক সাধুসভা

S M Ashraful Azom
0
দৌলতপুর মুক্তিধাম দরবার শরিফের ৩১তম বাৎসরিক সাধুসভা


উল্লাপাড়া প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর মুক্তিধাম আখড়াবাড়ি ও দরবার শরিফের ৩১তম বাৎসরিক সাধুসভা ও মহতী অনুষ্ঠান আগামী (৫ ডিসেম্বর) শনিবার অনুষ্ঠিত হবে। দরবেশ লালমিয়া সাইজি'র শিষ্য ও ভক্তবৃন্দ এ অনুষ্ঠানের আয়োজন করেছেন। 

সার্বিক ব্যবস্থাপনা ও আয়োজক কমিটির প্রধান মাহ্দী হাসান আনান জানান, দরবেশ লালমিয়া সাইঁজি'র ৩১তম বাৎসরিক সাধুসভা ও মহতী অনুষ্ঠান আগামী (৫ ডিসেম্বর) শনিবার সন্ধায় রাতব্যাপী অনুষ্ঠিত হবে। দরবারের সকল শিষ্য ও ভক্তবৃন্দ স্বাস্থ্যবিধি মেনে এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এটি একটি ধুমপান, মাদক ও রাজনীতিমুক্ত অসাম্প্রদায়িক চেতনার ভাবচর্চা কেন্দ্র। মহতী অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক আলম হোসেন সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন - দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিকুর রহমান লাজুক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দৌলতপুর ইউপি সদস্য আলতাফ হোসেন। আয়োজক কমিটির পক্ষ থেকে সকল শিষ্য ও ভক্তবৃন্দকে উপস্থিত থেকে অনুষ্ঠানটি সফল করার জন্য অনুরোধ করা হইল।  লোকেশান- বাসে সিরাজগঞ্জের কড্ডার মোড় / ট্রেনে সদানন্দপুর শহীদ এম. মুনসুর আলী স্টেশনে নেমে সি এন জি/অটোরিক্সা যোগে বেলকুচি "মুকুন্দগাতি" নামতে হবে। মুকুন্দগাতি থেকে অটোভ্যানে দৌলতপুর বাজারে এলেই মুক্তিধাম আখড়াবাড়ি ও দরবার শরিফ। গ্রামঃ দৌলতপুর কলেজপাড়া, ডাকঘরঃ দৌলতপুর, উপজেলাঃ বেলকুচি জেলাঃ সিরাজগঞ্জ। প্রয়োজনে- ০১৮১৮৮৫২৯৭৪।


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top