কাজিপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর পৌরসভা নির্বাচনে বড় দুই দল আ.লীগ এবং বিএনপি তাদের দলীয় প্রার্থী ঘোষণা করেছেন।
শুক্রবার (১৮ ডিসেম্বর) রাতে এই তথ্য নিশ্চিত করেন কাজিপুর উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেন এবং বিএনপি নেতা রবিউল হাসান।
আ.লীগের মনোনয়ন পেয়েছেন নির্যাতিত সাবেক ছাত্রনেতা, উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার। বিকেলে গণভবনে অনুষ্ঠিত স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের এক সভায় পৌরসভা নির্বাচন (দ্বিতীয় ধাপ) এর চূড়ান্ত প্রার্থী তালিকায় আব্দুল হান্নানের নাম অনুমোদন করেন আ.লীগের দলীয় সভানেত্রী শেখ হাসিনা।
অন্যদিকে বিএনপির মনোনয়ন বোর্ড কাজিপুর পৌর আ.লীগের যুগ্ন আহবায়ক আল আমিনকে মনোনয়ন দিয়েছেন । আগামী ১৬ জারুয়ারি দ্বিতীয় ধাপে কাজিপুর পৌর সভার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।