মৌমাছি চাষ করে স্বাবলম্বী দেওয়ানগঞ্জের তিন যুবক

S M Ashraful Azom
0
মৌমাছি চাষ করে স্বাবলম্বী দেওয়ানগঞ্জের তিন যুবক


ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বিভিন্ন এলাকা সহ দেশের প্রায় সকল এলাকায়ই মৌসুমী ফুলের পিছে মৌচাকের বাক্স নিয়ে ঘুরে বেড়ান তিন যুবক। 

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকা ডাংধরায় দেখা মেলে তাদের। কাজের ফাকে তাদের সাথে কথা হয়। হাফিজুর, সালাউদ্দিন ও রয়েল এই তিন যুবকের বাড়ি সাতক্ষীরা জেলায়। তিন বন্ধু যৌথ ভাবে চাষ করছে মেলিফেরা জাতের মৌমাছি। 

তারা কাজের ফাকে ঘুরে ঘুরে দেখান খামারের ১৪০টি বাক্স। বিভিন্ন মৌসুমে বিভিন্ন জায়গায় অবস্থান করে মধু সংগ্রহ করেন । উদ্যোক্তা হাফিজুর রহমান জানান- গত ২৫ দিনে ২৮০ কেজি মধু সংগ্রহ করা হয়েছে। বছরে ৭ মাসে মধু সংগ্রহ করে সারা বছরের খরচ বাদে দেড় থেকে দুই লক্ষ টাকা আয় করেন প্রত্যেক যুবক। 

তাদের সংগ্রহ কৃত মধু এপি কোম্পানি সহ সুনামধন্য প্রতিষ্ঠানে সরবরাহ করা হয়। কথা হয় শের পুর হতে আগত গ্রাহক রাশেদ মোশাররফ ও ময়মনসিংহ হতে আগত ক্রেতা আরিফ আহমেদ বলেন- আমরা মধুর গ্রেড পরীক্ষা করে ৬০০কেজি মধু ক্রয় করেছি, খাঁটি মধুর নিশ্চয়তা পাই তাই এসব মৌচাষীদের নিকট মধু ক্রয় করি।

উদ্যোক্তা তিন যুবককে ধন্যবাদ জ্ঞাপন করেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর ব্রাঞ্চ কো-অর্ডিনেটর আনোয়ার হোসেন রুবেল। তিনি বলেন- যে বয়সে এদের মত হাজার হাজার যুবকেরা নেশায় আসক্ত সহ বিভিন্ন রকমের অপরাধ মুলক কর্মকান্ডের সাথে জরিত, আর এই তিন যুবক সুন্দর একটা উদ্যোগ গ্রহণ করেছে। এরকম উদ্যোক্তা ঘরে ঘরে হওয়া উচিৎ।

শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top