শফিকুল ইসলাম: আসন্ন ১০ ডিসেম্বর ইউপি নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রামের রৌমারী উপজেলার ১ নং দাঁতভাঙ্গা, ৩নং বন্দবেড় ও ৬ নং চর শৌলমারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীরা দিনে রাতে ভোটারের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন। পাশাপাশি গণসংযোগ, উঠান বৈঠক, পথসভা, লিপলেট বিতরনসহ নানা কৌশলে প্রার্থীরা ভোট চাইছেন। তিন ইউনিয়নের ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও কেন্দ্রিয় আওয়ামীলীগ নেতাদের সিদ্ধান্ত মোতাবেক প্রতিটি ইউনিয়নে একজন করে নৌকা মার্কার প্রার্থী চুড়ান্ত করেছেন।
দাঁতভাঙ্গা ইউনিয়নে (নৌকা) মার্কার মনোনিত প্রার্থী হিসেবে নির্বাচন করছেন এসএম রেজাঊল ইসলাম মাষ্টার। আওয়ামীলীগ থেকে দলীয় মনোনয়নপত্র না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে (ঢোল) মার্কা নিয়ে প্রতিদ্ব›দ্বীতা করছেন হাবিবুর রহমান ছক্কু ও (টেবিলফ্যান) নিয়ে লড়ছেন যুবলীগের সভাপতি আমির হোসেন। এছাড়াও জাতীয় পার্টির মনোনিত প্রার্থী হিসেবে (লাঙ্গল) মার্কা নিয়ে আব্দুল গনি ভোট করছেন।
বন্দবেড় ইউনিয়নে (নৌকা) মার্কার একমাত্র প্রার্থী আওয়ামীলীগের ইউনিয়ন সভাপতি, যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের সরকার। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র প্রার্থী (আনারস) মার্কা নিয়ে বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মতিন ও জাতীয় পাটির মনোনিত প্রার্থী (লাঙ্গল) মার্কা নিয়ে বাবুল খাঁন নির্বাচনে অংশ গ্রহণ করেছেন।
চরশৌলমারী ইউনিয়নে আওয়ামীলীগের মনোনিত (নৌকা) মার্কার প্রার্থী হিসেবে নির্বাচন করছেন আওয়ামীরীগের আহব্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান কেএম ফজলুল হক মন্ডল। আওয়ামীলীগের সক্রীয়কর্মী (আনারস) মার্কা নিয়ে নির্বাচনে প্রতিদ্ব›দ্বীতা করছেন আলমগীর হোসেন ও (ঢোল) মার্কা নিয়ে প্রতিদ্ব›দ্বীতা করছেন একেএইচএম সাইদুর রহমান। জাতীয় পার্টির মনোনিত প্রার্থী (লাঙ্গল) মার্কা নিয়ে আতাউর রহমান ভোট যুদ্ধে নেমেছেন। এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধানের শীষ মার্কা নিয়ে একাধীক প্রার্থী উক্ত নির্বাচনে অংশ গ্রহণ করছেন।
বন্দবেড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে একমাত্র নৌকার প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান ও যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আব্দুল কাদের সরকার বলেন, আমি এই নির্বাচনে অংশ গ্রহণ করায় আমার নির্বাচনী এলাকায় ভোটারদের মাঝে ব্যাপক সাড়া পেয়েছি। আশা করি আমি বিপুল ভোটে জয়ী হবো।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।