লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা জামালপুর-২ আসনের জাতীয় সংসদ সদস্য ফরিদুল হক খান দুলালকে ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব নিযুক্ত করায় ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিশাল গণ সংর্বধনা দেওয়া হয়েছে।
শনিবার দুপুরে ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল লতিফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মারুফা আক্তার পপি, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. মুহাম্মদ বাকী বিল্লাহ,তথ্য প্রতিমন্ত্রী ডা.মুরাদ হাসান এমপি, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী, জামালপুর সদর আসনের এমপি ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন,সংরক্ষিত আসনের এমপি হোসনে আরা.উপজেলা পরিষদ চেযারম্যান এড জামাল আব্দুন নাছের বাবুল,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চান, পৌর মেয়র আঃ কাদের শেখ প্রমূখ।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড আঃ সালামের সঞ্চালনায় এতে বিভিন্ন রাজনৈতিক সংগঠন,সামাজিক সংগঠন,শিক্ষক সমিতি সহ ইসলামপুরের কর্মরত সাংবাদিক,ইসলামপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ অভিনন্দন জানান। পরে বঙ্গবন্ধুর মোড়াকে পুস্পমাল্য অর্পন করে পিতামাত কবর,সাবেক ভ’মি প্রতিমন্ত্রী রাশেদ মোশারফের করব,সাবেক আওয়ামী লীগ সভাপতি খোরশেদুজ্জামান মিস্ত্রি মিয়ার করব জিয়ারত করেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।