জামালপুর সংবাদদাতা: জামালপুরের মেলান্দহে ডিজিটাল দিবস উদযাপন উপলক্ষে জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান শীর্ষক সরকারি কর্মকর্তা-কর্মচারিদের আলোচনা সভা ১২ ডিসেম্বর বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।
ইউএনও তামিম আল ইয়ামীন এতে সভাপতিত্ব করেন। সভায় বঙ্গবন্ধুর জীবন ও কর্মের মুল্যায়ন, চলমান ভাস্কর্য রক্ষার গুরুত্বারোপ করে কবিতা পাঠ করেন-উপজেলা রিসোর্স কর্মকর্তা হাবিবুর রহমান।
বক্তব্য রাখেন-সহকারি কমিশনার (ভূমি) সিরাজুল ইসলাম, স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফজলুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার এলাহী আখন্দ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গেলাম মোস্তফা প্রমুখ। সভায় শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন-সমাজসেবা কর্মকর্তা ফারুক হোসেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।