জামালপুর প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের তমালতলা চত্বরে দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে।
ঘন্টাব্যাপী মানববন্ধনে দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সহ সভাপতি রঞ্জন কুমার সিংহের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনটির সিনিয়র সহ সভাপতি ব্যবসায়ী নেতা ইকরামুল হক নবীন, রকিবুল করিম, মুস্তাফিজুর রহমান বাপ্পী, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জামালপুর জেলা শাখার সভাপতি মাহফুজুল আলম মুক্ত প্রমুখ। এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধীতা করে মৌলবাদীরা আবারো জঙ্গিবাদী কর্মকান্ড শুরু করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অববমাননাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান বক্তারা।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।