শামীম তালুকদার: জামালপুরের বকশীগঞ্জের ঐতিহাসিক ধানুয়া কামালপুর হানাদার মুক্ত দিবস উদযাপন উপলক্ষে ক্রেষ্ট ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
আজ মঙ্গলবার দুপুরে বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদের সহযোগিতায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে বীরমুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে ১৩৬ জন বীরমুক্তিযোদ্ধাকে ক্রেষ্ট, উপহার সামগ্রী বিতরণ করা হয়।
বীরমুক্তিযোদ্ধা আফসার আলীর সঞ্চালনায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে ক্রেষ্ট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার এবং সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা।
উক্ত অনুষ্ঠানে এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, সহসভাপতি নুরুল আমিন ফোরকান, বীরমুক্তিযোদ্ধা বসির আহাম্মেদ বীরপ্রতীক, জহুরুল হক বীরপ্রতীক (বার), নুর ইসলাম বীরপ্রতীক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন খান,সমাজসেবক হামিদুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েত উল্লাহ হোসনা , উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ ,আমেরিকা প্রবাসী মোসাদ্দেকুর রহমান প্রমানিক মাসুম সহ বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে বক্তরা বীর মুক্তিযোদ্ধানের সার্বিক অবদানের কথা জাতি চীরদিন মনে রাখবে এবং বীর মুক্তিযোদ্ধানের যে কোন সেবার প্রশাসনসহ সকলে সদা প্রস্তুত রয়েছে রাষ্ট্রীয়ভাবে বীরমুক্তিযোদ্ধাদের সন্মানি আরো বৃদ্ধির দাবির অনুরোধ করেন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সার্বিক উন্নয়নে দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।