শফিকুল ইসলাম: রৌমারীতে লাকি আক্তার (১৯) নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে রৌমারী থানা পুলিশ। গত সোমবার দিনগত রাতে উপজেলার উত্তর নামাজের চর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।
প্রত্যেক্ষ দর্শিরা জানায় উলিপুর উপজেলার নামাজের চর গ্রামের আবুল হোসেনের মেয়ে লাকি খাতুনের একই গ্রামের মোগল হোসেনের সাথে গত ৬ মাস আগে বিয়ে হয়।
বিয়ের পর থেকেই সংসার জীবনে ঝগড়া-বিবাদ কলহ লেগেই থাকত। এরই জের ধরে লাকি আক্তার গলায় গামছা বেধে বাঁশের ধরনায় গামছা দিয়ে আত্মহত্যা করে।
রৌমারী থানার অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ জানায়, লাকির বাসস্থান উলিপুর উপজেলার আওতায়। তবে তারা রৌমারী উপজেলার চর শৌলমারী ইউনিয়নের নামাজের চর গ্রামে বসবাস করে।
লাকির আত্মহত্যার ঘটনা জানাজানি হলে এলাকাবাসি থানায় সংবাদ দিলে পুলিশ রাতেই নিহত লাকির লাশ উদ্ধার করে কুড়িগ্রাম মর্গে প্রেরন করা হয়।
পুলিশ আরও জানায় ময়না তদন্তের রিপোর্ট আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এব্যাপারে রৌমারী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।