কাজিপুর প্রতিনিধি: দেশব্যাপী করোনা মহামারী থেকে জনগণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পেশাজীবি মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১১ টায় সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার উপজেলা নাটুয়ারপাড়া ইউনিয়নে এই মাস্ক বিতরণ করেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক পরান সরকার।
নাটুয়ারপাড়া ঘাট, বাজার এবং রাস্তায় চলাচলরত ভ্যান রিক্সা চালক, ঘোড়ার গাড়ি চালক, পথচারী ও মজুরদের মাঝে তিনি এই মাস্ক বিতরণ করেন। তিনি জানান, পর্যায়ক্রমে এই কার্যক্রম করোনকালিন সময়ে অব্যাহত থাকবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।