জামালপুর সংবাদদাতা: জামালপুরের মেলান্দহ অজ্ঞাত যুবক (৩৫)’র লাশ উদ্ধার করেছে পুলিশ। ৬ডিসেম্বর সকালে পৌরসভার গেট সংলগ্ন জালাপুর বৈঠাখালি বিশ্বরোডের পাশ থেকে লাশটি উদ্ধার শেষে জামালপুর মর্গে প্রেরণ করা হয়।
অফিসার ইনচার্জ মাইনুল ইসলাম জানান-ধারণা করা হচ্ছে, রাতের অন্ধকারে কোন এক সময় সড়ক দুর্ঘটনায় যুবক মারা যেতে পারে। ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর কারণ জানা যাবে। #
অপরদিকে জামালপুরের মেলান্দহের বাঘাডোবা গ্রামের স্কুল ছাত্র অনিককে(১৬) গলাকেটে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ১৫ডিসেম্বর দিবাগত গভীর রাতে। অনিক মালঞ্চ এম.এ. গফুর হাই স্কুলের এসএসসি পরিক্ষার্থী। ছাত্রের পিতা দুলাল উদ্দিন জানান-আমার ছেলের সাথে কারোর কোন বিরোধ আছে বলে জানা নেই। রাতের খাবার শেষে ঘরে নিদ্রা যায়। রাতের অন্ধকারে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে মোবাইল নিয়ে যায়। রাত দুইটা আড়াইটার দিকে ছেলের চিৎকারে ঘুম ভেঙ্গে যায়। দ্রæত তাকে প্রথমে মেলান্দহ পরে ময়মনসিংহ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অফিসার ইনচার্জ মাইনুল ইসলাম জানান-অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।#
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।