কর্মসংস্থানের দাবীতে প্রতিবন্ধীদের এনজিও সংগঠনের সাথে মতবিনিময়

S M Ashraful Azom
0
কর্মসংস্থানের দাবীতে প্রতিবন্ধীদের এনজিও সংগঠনের সাথে মতবিনিময়


টঙ্গী সংবাদদাতা : “কাউকে বাদ দিয়ে নয়, এই শক্তিশালী অঙ্গীকারকে সামনে রেখে ২০৩০ সালের মধ্যে বদলে দেই আমাদের পৃথিবী টেকসই উন্নয়ন অভীষ্ট” এই শ্লোগানকে সামনে রেখে গাজীপুরের টঙ্গীর শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট মৈতী শিল্প কেন্দ্রে রোববার সকালে বেসরকারি এনজিও সংস্থা সোসিও ইকোনোমিক ডেভেলপমেন্ট, এসোসিয়েশন ফর ডিজবল্ড (সেডাড), শারীরিক প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা, কাপাসিয়া উপজলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ, একসেস বাংলাদেশ ফাউন্ডেশন এর উদ্যোগে প্রতিবন্ধীদের নিয়ে বেসরকারি পর্যায় কর্মসংস্থান সৃষ্টির, প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

উক্ত অনুষ্ঠানে সেডাডের নির্বাহী পরিচালক আব্দুল মোতালেবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: ফখরুল আলম পরিচালক জেলা সমাজসেবা কার্যালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এএফএম আমান উল্লাহ উপ পরিচালক জেলা সমাজসেবকা কার্যালয়, ৫৬নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হোসেন, মো: আব্দুল্লাহ আল মামুন উপ পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, মো: ইদ্রিস আলী, প্রোগ্রাম ম্যানেজার, জেলা সমাজসেবা কার্যালয়, মো: নেছার উদ্দিন, প্রোগ্রাম ম্যানেজার, টঙ্গী, মো: আলিফ হোসেন ফিল্ড অফিসার, গাজীপুর প্রমুখ।  

এ সময় বক্তারা সর্বত্র সবধরনের দারিদ্রের অবসান সকলের জন্য অন্তভুক্তিমূলক সমতাভিত্তিক গুণগত শিক্ষার নিশ্চিয়তা প্রদান ও জীবনব্যাপী শিক্ষা লাভের সুযোগ সৃষ্টি করা, সকলের জন্য স্থিতিশীল অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনৈতিক উন্নতী সাধন করা এবং পুর্ণাঙ্গ উৎপাদানশীল কর্মসংস্থানের ব্যবস্থা করা, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক সমাজ বির্নিমান তরান্বিতকরণ, সকলের জন্য ন্যায় বিচার নিশ্চিত করণ, সকল স্তরে কার্যকর জবাবদিহি ও অংশগ্রহণমূলক প্রতিষ্ঠান গড়ে তুলা, নারী ও পুরুষ, বয়স ও প্রতিবন্ধী ব্যক্তিব্যাধে সকলের জন্য গনপরিবহণের প্রবেশ গম্যতা নিশ্চিত করা, প্রতিবন্ধীদের জন্য নিরাপদ চলাচল উন্নয়ন এবং গনপরিবহণের ব্যবস্থা নিশ্চিত করা। 

এ সময় বক্তারা প্রতিবন্ধীদের নিয়ে সমাজসেবা অধিদপ্তরের নানামুখী উন্নয়ন কর্মকান্ডের ব্যাপক আলোকপাত করেন এবং বেসরকারি এনজিও সংস্থাদের সাথে সমন্বয় করে ভবিষ্যতে নানামুখী কর্মপরিকল্পনা গ্রহণ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। 

শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top