জামালপুর সংবাদদাতা : জামালপুর ও কুড়িগ্রাম জেলার প্রান্তিক জনগোষ্ঠির দারিদ্র হ্রাসকরণ প্রকল্পের সুবিধাভেগিদের সাথে মতবিনিময় সভা ৩ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৫টায় মেলান্দহের মাহমুদপুর হাবিবুর রহমান কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি এর আয়োজন করে।
জাতী সংঘের বিশেষ দূত ও সাবেক এসডিজি’র সমন্বয়ক আবুল কালাম আজাদ এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক (অতিরিক্ত সচিব) খলিল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন-উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, প্রকল্প পরিচালক ড. নূরুল আমিন, ইউএনও তামিম আল ইয়ামীন প্রমুখ।
সভায় ৩০১৫ জন হতদরিদ্র সুবিধাভোগিরে সাথে মতবিনিময় শেষে বক্তারা মেলান্দহের স্কাউটস নেতৃবৃন্দের সাথেও পৃথক মতবিনিময় সভায় মিলিত হন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।