জামালপুর প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য যারা দরিদ্র তাদের সহায়তা করা। কে কোন প্রতীকে ভোট দিয়েছে সেটা বাছাই করার দরকার নেই। দারিদ্রসীমার নিচে বসবাসকারীরা যেন তাদের মৌলিক চাহিদা পূরণ করতে পারে তা নিশ্চিত করতে সরকারের এসব প্রকল্পগুলো বাস্তবায়ন করতে হবে। শুক্রবার দুপুরে জামালপুরের মাদারগঞ্জে নুরুন্নাহার মির্জা কাশেম মিলনায়তনে উপজেলার ৭টি ইউনিয়নের ভিজিডি’র উপকারভোগীদের বাছাই কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, পৌর মেয়র মির্জা শিপন প্রমুখ। পরে মির্জা আজম এমপি ভিজিডি’র আওতায় সুবিধাভোগীদের অনলাইনে আবেদন ও বাছাই কার্যক্রম উদ্বোধন করেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।