টঙ্গী প্রতিনিধি : দুই শিক্ষককে বিদায়ী সংবর্ধনা সফিউদ্দিন সরকার স্কুল এন্ড কলেজের টঙ্গীর সফিউদ্দিন সরকার স্কুল এন্ড কলেজের দুই শিক্ষককে বিদায়ী সংবর্ধনা প্রদান করেছে প্রতিষ্ঠানটি।
রবিবার বিকালে প্রতিষ্ঠানটির নিজ কার্যালয়ে এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানটির আয়োজন করে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সিনিয়র শিক্ষক মো. মশিউল ইসলাম ও সহকারী শিক্ষক মো. আমান উল্লাহ খানকে আনুষ্ঠানিকভাবে বিদায়ী সংবর্ধনা প্রদান করে। মো. মশিউল ইসলাম ১৯৯২ সালে সহকারী শিক্ষক পদে এবং মো. আমান উল্লাহ খান ১৯৮১ সালে সহকারী শিক্ষক পদে প্রতিষ্ঠানটিতে যোগদান করে। তারা উভয়ই দীর্ঘদিন সৎ ও ন্যায় নিষ্ঠার সাথে তাদের দ্বায়িত্ব পালন করেন।
বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষকবৃন্দ তাদের কর্মময় জীবনের স্মৃতি স্বরণ করতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন সেই সাথে প্রতিষ্ঠানটির দীর্ঘায়ু কামনা করেন। উক্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. মনিরুজ্জানের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভাষা সৈনিক মো. আব্দুল মতিন, শিক্ষক- শিক্ষিকা, বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারি।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।