কাজিপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ২০ ডিসেম্বর (রবিবার) সকাল থেকে বিকেলে পাঁচটা পর্যন্ত আ.লীগের মনোনীয়ত মেয়র প্রার্থী আব্দুল হান্নান তালুকদার, বিএনপি’র আল আমিন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক মেয়র আব্দুস সালাম মনোনয়নপত্র জমা দিয়েছেন।
কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার জাহিদ হাসান সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৩২ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ১৬ জানুয়ারি কাজিপুর পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।