লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। জামালপুরের ইসলামপুরে ভোক্তা অধিকার নিশ্চিত করণের লক্ষে ব্যবসায়ীদের অত্যাবশ্যকীয় পণ্যে ও প্রচলিত আইন-কানুন সংক্রান্ত অবহিত করণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ ডিসেম্বর) দিনব্যাপি উপজেলা পরিষদ সভাকক্ষে প্রশিক্ষণ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম.জামাল আব্দুন নাসের বাবুল।
এসময় উপজেলা নির্বাহী অফিসার এস.এম.মাজহারুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, স্যানেটারী ইন্সপেক্টর নাছিমা আক্তারসহ জাইকা প্রতিনিধি উপস্থিত ছিলেন।
আইন শৃঙ্গলা কমিটি’র বাস্তবায়নে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প(ইউজিডিপি)এর সহায়তায় প্রশিক্ষণে উপজেলার ৩৫জন বিভিন্ন দোকান মালিক অংশ গ্রহন করেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।