জামালপুর প্রতিনিধি: আসন্ন জামালপুর পৌরসভা নির্বাচনে ৭নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো: সিব্বির আহাম্মেদ রাসেল গণসংযোগ করেছেন। বৃহস্পতিবার বিকেলে শহরের গেইটপাড় ও রেল স্টেশন এলাকায় তিনি এই গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেন।
জেলা যুবলীগের সাবেক সহ সভাপতি মো: সিব্বির আহাম্মেদ রাসেল জানান, ষড়যন্ত্রমূলকভাবে তাকে মিথ্যা মামলা দিয়ে অযথা হয়রানি করা হয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে তিনি এখন নির্দোষ প্রমাণিত হয়েছেন। এলাকার মানুষের উন্নয়নের লক্ষ্যে কাজ করার জন্য তিনি আসন্ন জামালপুর পৌরসভা নির্বাচনে ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে সকলের কাছে সমর্থন ও দোয়া প্রার্থনা করেন। গণসংযোগ চলাকালে মো: সিব্বির আহাম্মেদ রাসেলের সাথে তার কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।