শফিকুল ইসলাম: পুকুরের পানিতে ডুবে হামিম মিয়া (২) নামের এক শিশু মৃত্যুর হয়েছে। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্বজনরা উদ্ধার করে রৌমারী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীর আলম তাকে মৃত্যু ঘোষনা করেন। হামিম কুড়িগ্রামের রৌমারী উপজেলা সদর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের কবির হোসেনের ছেলে। স্থানীয় সুত্রে জানা গেছে পরিবারের সকলের অজান্তে খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে যায়। পরে খোজা খুজির এক পর্যায়ে বাড়ির পার্শ্বের পুকুরের পানিতে দেখে স্বজনরা উদ্ধার করে রৌমারী হাসপাতালে নিয়ে আসে।
এ বিষয়ে রৌমারী থানা অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ জানান, বিষয়টি তদন্ত পূবর্ক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।