মেলান্দহে দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদকের স্মরণসভা

S M Ashraful Azom
0
মেলান্দহে দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদকের স্মরণসভা


জামালপুর সংবাদদাতা: দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক, বীরমুক্তিযোদ্ধা প্রয়াত খন্দকার মুনীরুজ্জামানের স্মরণসভা ১২ডিসেম্বর রাত ৮টায় জামালপুরের মেলান্দহ উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। মেলান্দহ রিপোর্টার্স ইউনিটি এর আয়োজন করে।

 পৌরমেয়র আলহাজ শফিক জাহেদী রবিন এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। স্মরণসভার প্রথম পর্বে খন্দকার মুনীরুজ্জামানের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন-মেলান্দহ সদর ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুজিবুর রহমান। জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ সরকার আ: সালাম বকুল অনুষ্ঠানের উদ্ধোধন করেন।

রিপোর্টার্স ইউনিটির সভাপতি, ইত্তেফাক/নিউন্যাশনের সংবাদদাতা মো. শাহ্ জামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মুনীরুজ্জামানের জীবন কর্মের উপর প্রবন্ধ পাঠ করেন-দৈনিক সংবাদের প্রতিনিধি ছামিউল ইসলাম। দৈনিক সংবাদ প্রতিষ্ঠার ইতিবৃত্ত পাঠ করেন-দৈনিক অধিকার পত্রিকার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ^বিদ্যালয় প্রতিনিধি আল ফাহাদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন-জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক কমান্ডার জাহাঙ্গীর আলম বাবু, মুক্তিযোদ্ধা আবুল হোসেন, পৌর আ’লীগের সভাপতি ও প্রখ্যাত নাট্যকার আসাদুল্লাহ ফারাজী, জেলা ন্যাপের সভাপতি এডভোকেট আনছার আলী, দৈনিক সংবাদের প্রবীন সাংবাদিক ও মেলান্দহ ন্যাপ সভাপতি আলমগীর আহাম্মেদ শাহজাহান, জালালপুর থিয়েটারের সভাপতি এসএম আব্দুল্লাহ প্রমুখ। 

অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডা. ইউনুছ আলী, উত্তরণ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক মহব্বত আলী ফকির, জাহানারা লতিফ মহিলা কলেজের প্রভাষক বুরহান উদ্দিন, আদ্রা আ: মান্নান উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক কবি ফরহাদ হোসেন, মেলান্দহ ছাত্রলীগের সভাপতি  কৃষিবিদ কামরুল ইসলাম আল আমিন, সাধারণ সম্পাদক খালেদ আল হাসান আপন, দেওলাবাড়ি প্রবাহের সম্পাদক-প্রকাশক হাবিবুর রহমান হাবিবসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান গ্রন্থনা-পরিচালনা করেন-রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি ও দৈনিক খবরপত্রের সাংবাদিক মোঃ ফজলুল করিম, যুগ্ম সম্পাদক ও জামালপুর দিনকালের সাংবাদিক মাসুদ রানা।


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top