শফিকুল ইসলাম: কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় অবৈধ ৫টি ইট ভাটায় মোবাইল কোর্ডের মাধ্যমে সাড়ে ১৬ লক্ষ্য টাকা জরিমানা করেছেন কুড়িগ্রাম জেলা প্রশাসন থেকে আগত সহকারী ভুমি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মাহমুদুল হাসান এবং রংপুর বিভাগের পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক কাজী সাইফুদ্দিন, রাজীবপুর থানার পুলিশ সদস্য ও রৌমারী ফার্য়ার সার্ভিস সদস্যরা।
শনিবার (১২ ডিসেম্বর) সকাল ৮টার দিকে রাজীবপুরের অবৈধ ইট ভাটার বৈধ লাইসেন্স না থাকা, বিল, ডোবা, কৃষি জমি থেকে অনুমোদন বিহীন মাটি কাটা এবং জনবসতি এলাকায় ইট ভাটা স্থাপনের দায়ে অভিযান চালিয়ে এ.ডি.বি ইট ভাটায় ৪ লক্ষ্য, নম্বর-১ ইট ভাটায় ৪ লক্ষ্য, এ.এইচ.বি ইট ভাটায় ৩ লক্ষ্য, এম.এ.বি ইট ভাটায় ৫ লক্ষ্য এবং ট্রিপল সেভেন ইট ভাটায় ৫০ হাজার সহ মোট সাড়ে ১৬ লক্ষ্য টাকা জরিমানা আদায় করা হয়।
এ ছাড়াও আরো কিছু ইট ভাটায় প্রায় ৫০ হাজার ইট ফায়ার সার্ভিসের একটি ইউনিটের মাধ্যমে ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়।
মোবাইল কোর্ড পরিচালনাকারী জেলা সহকারী ভুমি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মাহমুদুল হাসান জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন-২০১৩ অনুযায়ী মোবাইল কোর্ড পরিচালনা করে ৫টি ভাটায় সাড়ে ১৬ লক্ষ্য টাকা জরিমানা এবং আদায় করা হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।