সেবা ডেস্ক: দেশের দুই রাষ্ট্রায়াত্ত্ব সুগার মিলে এ মৌসুমে মোট তিন লাখ ৪৬ হাজার টন আখ মাড়াই করে ২৩ হাজার ৯৫০ মেট্রিক টন চিনি উৎপাদন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে গত শুক্রবার দুটি চিনিকলে আখ মাড়াইয়ের কার্যক্রম শুরু হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
চিনিকল সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি বছরের আখের মৌসুমে নাটোর চিনিকল এক লাখ ৩২ হাজার টন আখ মাড়াই করে সাত হাজার ৯০০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়া নর্থ বেঙ্গল চিনিকল দুই লাখ ১৪ হাজার টন আখ মাড়াই করে ১৬ হাজার ৫০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
নাটোর চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) মো. রুস্তম আলী জানান, ছয় দশমিক ৫০ শতাংশ চিনি আহরণ হারে চলতি মৌসুমে ৯৭ মাড়াই দিবসে চিনিকল কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় উপনীত হতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে।
জেলার লালপুর উপজেলার গোপালপুরে অবস্থিত দেশের প্রাচীনতম নাটোর নর্থ বেঙ্গলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ হুমায়ুন কবীর বলেন, চিনিকলে সাড়ে সাত শতাংশ চিনি আহরণের হারে চলতি মৌসুমে ১৩৪ মাড়াই দিবসে লক্ষ্যমাত্রায় পৌঁছাতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।