লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি: জামালপুর-২ আসনের জাতীয় সংসদ সদস্য ফরিদুল হক খান দুলালকে বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী¡ নিযুক্ত করায় গাইবান্ধা,চর গোয়ালীনি ও চর পুটিমারী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে গণ সংবর্ধনা দেওয়া হয়েছে।
মরাকান্দি নছিমুন্নেছা মাদরাসা মাঠে গাইবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে রাজনৈতিক নেতৃবৃন্দ,সুধী,শিক্ষক,বিভিন্ন শ্রেনী পেশার মানুষ তাকে সংবর্ধনা দেন। পরে আলোচনা সভা ইউনিয়ন সভাপতি মুসলিম উদ্দিন সরকারের সভাপতিত্বে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি বক্তব্য রাখেন। তিনি সাংগঠনিক অবকাঠামো জোরদার করতে সকলকে নির্দেশ দিয়ে আগামী দিনে দেশ ও জাতির কল্যানে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এড জামাল আব্দুন নাছের বাবুল,জেলা আওয়ামী লীগের সদস্য জাবেদ মোশারফ রুপক,গাইবান্ধা ইউনিয়নের চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী,অধ্যক্ষ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু নাছের চৌধুরী চার্লেস,যুগ্ম সম্পাদ ফরিদ উদ্দিন আহমেদ,জামালপুর জেলা পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক আসাদুল হক দুলাল প্রমূখ।
এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান আঃ খালেক আকন্দ,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আঃ রাজ্জাক লাল মিয়া,হাবিবুর রহমান চৌধুরী শাহিন,সাংগঠনিক সম্পাদক আঃ কাদের শেখ,শ্রম সম্পাদক জাহাঙ্গীর আলম,পৌর আ’লীগ সাবেক সভাপতি নুর ইসলাম নুর,দপ্তর সম্পাদক সালাউদ্দিন শাহ সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।