লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি: প্রধানমন্ত্রী জননেত্রেী শেখ হাসিনা জামালপুর-২ আসনের জাতীয় সংসদ সদস্য ফরিদুল হক খান দুলালকে ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব নিযুক্ত করায় বেলগাছা,চিনাডুলী ও কুলকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে গণ সংবর্ধনা দেওয়া হয়েছে।
বেলগাছা উচ্চ বিদ্যালয় মাঠে বেলগাছা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে রাজনৈতিক নেতৃবৃন্দ,সুধী,শিক্ষক,বিভিন্ন শ্রেনী পেশার মানুষ তাকে সংবর্ধনা দেন। পরে আলোচনা সভা ইউনিয়ন সভাপতি শাহানশাহ’র সভাপতিত্বে ধম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি বক্তব্য রাখেন। তিনি সকলকে আগামী দিনে দেশ ও জাতির কল্যানে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।
এত বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সংরক্ষিত আসনের এমপি হোসনে আরা.উপজেলা পরিষদ চেযারম্যান এড জামাল আব্দুন নাছের বাবুল,জেলা আওয়ামী লীগের সদস্য জাবেদ মোশারফ রুপক,বেলগাছা ইউনিয়নের চেয়ারম্যান আঃ মালেক,অধ্যক্ষ একেএম মোস্তফা কামাল প্রমূখ।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আঃ রাজ্জাক লাল মিয়া,হাবিবুর রহমান চৌধুরী শাহিন,জেলা পরিষদ সদস্য ওয়ারেছ আলী,পৌর আ’লীগ সাবেক সভাপতি নুর ইসলাম নুর সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে জারুলতলা দাখিল মাদরাসার ৪তলা ভিত বিশিষ্ঠ ১তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।