কাজিপুরে ৫.৭৭ একর খাস জমি উদ্ধার করে চলছে উন্নয়ন কাজ

S M Ashraful Azom
0
 
কাজিপুরে ৫.৭৭ একর খাস জমি উদ্ধার করে চলছে উন্নয়ন কাজ

কাজিপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা প্রশাসন উপজেলার বিভিন্ন হাট-বাজারে অভিযান চালিয়ে দীর্ঘদিন যাবৎ বেহাত হওয়া খাসজমি উদ্ধার করেছে। উদ্ধারকৃত জমির পরিমাণ ৫.৭৭ একর যার বাজার মূল্য প্রায় ১১ কোটি ৭৯ লক্ষ টাকা।  উদ্ধারকৃত জমিতে ইতোমধ্যে শুরু হয়েছে হাট-বাজার উন্নয়ন কাজ। গতকাল (৬ ডিসেম্বর) রবিবার দুপুরে হাটবাজারগুলো ঘুরে দেখা গেছে উদ্ধারকৃত জমি ব্যবসায়ীরা বন্দোবস্ত নিয়ে নতুন দোকারঘর উঠাচ্ছে।  
সংস্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলা প্রশাসকের নির্দেশনায় মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন গৃহহীনদের জন্য ঘর নির্মাণ করে দেওয়া এবং কাজিপুরের বিভিন্ন হাট বাজারে জায়গা সংকুলান না হওয়ায় বাজারগুলো প্রশ্বস্তকরণের লক্ষ্যে অভিযানে নামে উপজেলা প্রশাসন। এসময় তারা দীর্ঘদিন যাবৎ উপজেলার পাঁচটি হাটের পৌণে ছয় একর জায়গা অবৈধ দখলের প্রমাণ পান। পরে কাগজপত্র দেখে মালিকানা সনাক্ত করে ওইসব জায়গা উদ্ধার করা হয়। এরমধ্যে কালিকাপুর হাটে ০.৭৯ একর, ভানুডাঙ্গা হাটে ২.৩৯ একর, কাচিহারা হাটে ০.৩৫ একর, মাথাইলচাপড় হাটে ০.৩৫ একর এবং সোনামুখী হাটে ১.৯৯ একর জায়গা দখলমুক্ত করা হয়। এরপর ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে ওইসব জায়গা বন্দোবস্ত দেয়া হয়। 
সোনামুখী হাটের ইজারাদার জাহাঙ্গীর আলম জানান, ‘ এখন হাটের জায়গা বের হওয়ায় ব্যবসায়ীরা লিজ নিয়ে সারি সারি ঘর তুলেছে। আরও তুলছে। এতে করে বাজারে এবং হাটের শৃংখলা ফিরে এসেছে।’
 কালিকাপুর হাটের ব্যবসায়ী আমিনুর রহমান জানান, ‘আগে ছোট্ট ঝুপড়ি ঘরে দোকান করতাম। এখন বরাদ্দ পেয়ে নিজের মতো করে বড় ঘর দিয়েছি। ব্যবসাও আগের চেয়ে অনেক ভালো হচ্ছে। হাটুরেরা নির্বিঘ্নে চলাচল করতে পারছে।’ 
 এছাড়া উপজেলার নানাস্থানে দীর্ঘদিন থেকে স্থানীয়দের দখলকৃত সরকারী খাস জমি উদ্ধার করে সেখানে মাননীয় প্রধানমন্ত্রির উপহার হিসেবে ৩৫ টি ঘর নির্মাণ কাজ চলমান রয়েছে।

কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী জানান, ‘সরকারী সম্পত্তি দখলমুক্ত করা আমাদের দয়িত্ব। কাজিপুরের হাট বাজারে ব্যবসায়ী এবং জন সমাগম উভয়ই বৃদ্ধি পেয়েছে। এর ফলে উদ্ধারকৃত জায়গা ব্যবসায়ীদের মাঝেই বন্দোবস্ত দেয়া হয়েছে। খাস জমি উদ্ধার করে মাননীয় প্রধানমন্ত্রির উপহার হিসেবে গৃহহীনদের থাকার ঘর করে দেয়া হচ্ছে।’ 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top