কাজিপুর প্রতিনিধি: বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৬ জানুয়ারি কাজিপুর পৌর সভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ কারণে দলীয় প্রার্থী নির্বাচন করতে কাজিপুর উপজেলা আ.লীগ গত শুক্রবার (৪ ডিসেম্ববর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা দলীয় কার্যালয়ে পৌর আ.লীগের প্রতিটি ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদকদের নিয়ে এক সভা অনুষ্টিত হয়। সভায় উপস্থিত ছিলেন বর্তমান এমপি তানভীর শাকিল জয়, জেলা আ’লীগের সহসভাপতি আবু ইউসুফ সূর্য, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, সাবেক যুবলীগ সভাপতি এ্যাডভোকেট আব্দুল হাকিম, কাজিপুর উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেন , সাধারণ সম্পাদক খলিলুর রহমানসহ আ.লীগের সদস্যগণ। দীর্ঘ আলোচনা শেষে একক প্রার্থী বাছাই সম্ভব না হলে মনোনয়ন প্রত্যাশী সাত জনের নাম কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়। উপজেলা আ.লীগের সভাপতি জানান, ‘ আমাদের এমপি সাহেব পৌর মেয়র পদে পদে দলীয় প্রার্থী কে হবেন সেটি মাননীয় প্রধানমন্ত্রীর উপর ছেড়ে দিয়েছেন। ফলে আমরা কোন একক নাম কেন্দ্রে পাঠাইনি। নামগুলো রাতেই পাঠানো হয়েছে।
কাজিপুর পৌর নির্বাচনে ঝুলে রইলো নৌকার মাঝির নাম
ডিসেম্বর ০৫, ২০২০
0
ট্যাগস
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।