জয়পুরহাটে খোলা পায়খানা রাখার দায়ে জরিমানা, অপসারণের নিদের্শ

S M Ashraful Azom
0
জয়পুরহাটে খোলা পায়খানা রাখার দায়ে জরিমানা, অপসারণের নিদের্শ


জয়পুরহাট সংবাদদাতা: জয়পুরহাটের শতভাগ স্যানিটেশন ঘোষণা করার পরও অস্বাস্থ্যকর খোলা পায়খানা রাখার দায়ে ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সন্ধ্যার আগে আক্কেলপুরের তিলকপুর পশ্চিম শিয়ালাপাড়া গ্রামে হোসেন আলী এর বাড়ীর সামনে অভিযান পরিচালনা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আক্কেলপুর উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ মিজানুর রহমান জানান, উপজেলার পশ্চিম শিয়ালাপাড়া গ্রামে রাস্তার পাশের্^ অস্বাস্থ্যকর খোলা পায়খানা দীর্ঘ দিন হোসেন আলীর পরিবার ব্যবহার করে আসছে। এতে পথচারী ও স্থানীয়দের চলাচলসহ জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। এতে স্থানীয় জালাল উদ্দিন জেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগে অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় পেনাল কোড আইনে হোসেন আলীকে ২ হাজার টাকা জরিমানা  ও ৭ দিনের মধ্যে ওই খোলা পায়খানা অপসারণের নির্দেশ দেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর এ জেলা ১০০% স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। তারপরও জেলা বিভিন্ন গ্রাম-গঞ্জে যেখানে সেখানে অস্বাস্থ্যকর কাঁচা পায়খানা দেখা যায়। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top