শফিকুল ইসলাম: কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় বন্দবেড় ইউনিয়নে জিগ্নীরকান্দি সোনাভরি খালের উপর অপরিকল্পিত ভাবে ব্রীজ নির্মাণ করা হলেও এলাকাবাসির কোন কাজে আসছে না। ব্রীজের দু’ পাশে সংযোগ রাস্তার অস্তিত্ব খোজে পাওয়া যায়নি। বীজের পশ্চিম পাশে শতশত জমিতে সরিষার ফসলে ভরা মাঠ। ওই এলাকায় ইতিপূর্বেও কোন রাস্তা ছিল না বলে গ্রামবাসিরা জানান। তবে জিগ্নীরকান্দি গ্রাম হতে বন্দবেড় ইউনিয়ন পরিষদ ও সোনাভরি মাধ্যমিক স্কুলটি মাত্র ১ কিলোমিটার দুরত্ব। ওই স্কুলের শিক্ষার্থীরা রাস্তা না থাকায় জমির আইল দিয়ে যাতায়াত করে থাকে।
জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু-কালভার্ট নিমার্ণ প্রকল্প ২০১৮-২০১৯ অর্থ বছরে প্রায় ৩০ লক্ষ ৭৯ হাজার ৩৬৪ টাকা ২০ পয়সা ব্যয় ব্রীজটি নির্মাণ করা হয়। ব্রীজের নির্মাণ কাজ শেষেও হয়েছে।
রবিবার (২০ ডিসেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, সোনাভরি খালের উপর ব্রীজটি নিমার্ণ করা হয়েছে তার দু’পাশে কোন সংযোগ রাস্তা নেই। জিগ্নীকান্দি সড়ক হতে ব্রীজটি পূর্বমাথা পযর্ন্ত একশত মিটার ও ব্রীজটি পশ্চিমপাড় হতে সোনাভরি স্কুল এক কিলোমিটার পর্যন্ত কোন রাস্তা না থাকায় ব্রীজটি এলাকাবাসীর কোন কাজে আসছে না।
জিগ্নীকান্দি গ্রামের জাইদুল ইসলাম বলেন, কিছু দিন আগে ব্রীজের কাজ শেষ হয়েছে। তবে ব্রীজের দু’মাথায় সংযোগ সড়কের কোন চিহ্ন নেই। তবুও ব্রীজ নির্মাণ করা হয়েছে। এটা আমাদের কোন কাজে আসবে না।
জিগ্নীরকান্দা গ্রামের জাইদুল ইসলাম বলেন, আমরা খালের উপারে কৃষি জমির আবাদি ফসল অনেক কষ্ট করে নিয়ে আসি। ব্রীজ হলেও রাস্তা না থাকায় আমাগো কোন কাজে আসেনা, সরকার যদি ব্রীজের দুই পাশে সংযোগ রাস্তা করে দেয় তবে আমাগো অনেক উপকার হতো।
সোনাভরি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাজাহান আলী বলেন, ঝুনকিরচর, জিগ্নীকান্দা, পূর্ব খনজনমারা গ্রামের অনেক শিক্ষার্থী জমির আইল দিয়ে হেটে স্কুলে আসে, ব্রীজ হয়েছে রাস্তা না থাকায় এলাকাবাসী কোন সুফল পাচ্ছে না।
বন্দবেড় ইউপি চেয়ারম্যান বলেন, এক সময়ে সেখানে রাস্তা ছিল। বর্তমান রাস্তা নেই। তারপরেও এলাকার লোকজনের জন্য নিচু জমিতে ব্রীজটি করা হয়েছ। সংযোগ রাস্তার জন্য চেষ্টা করবো।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান বলেন, ব্রীজটির সাথে সংযোগ রাস্তা নেই। তবে চেয়ারম্যানের সাথে কথা হয়েছে তারা রাস্তার জন্য জমির ব্যবস্থা করে দিবেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।