জামালপুর সংবাদদাতা : জামালপুরের মেলান্দহে বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রহিম গ্রæপের অভ্যন্তরিণ কোন্দলের জের ধরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পাল্টাপাল্টি কর্মী সভা অনুষ্ঠিত হয়। ৪ডিসেম্বর সন্ধ্যা ৬টায় উপজেলা বিএনপি’র কার্যালয়ে বাবুল গ্রæপের এবং রাত ৮টার দিকে মাহমুদপুর রোডে রহিম গ্রæপের দলীয় কার্যালয়ে পৃথক কর্মী সভা অনুষ্ঠিত হয়।
উভয় গ্রæপের সভায় স্বেচ্ছাসেবক দলের ময়মনসিংহ অঞ্চলের প্রধান আসাদুজ্জামান নেছার প্রধান অতিথির বক্তব্য রাখেন। উদ্ধোধনী বক্তব্য রাখেন-জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম সজিব খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন-ময়মনসিংহ অঞ্চলের স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি শহিদুল আমিন খসরু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক তারেক আহম্মেদ, শহিদুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক বাহারুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল ময়মনসিংহ অঞ্চলের সহসাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম শামীম, জামালপুর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম কর্নেল, সহসভাপতি নূরুল মোমেন আকন্দ ও মেলান্দহ স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আলী হোসেন প্রমুখ।
বাবুল গ্রæপের কর্মী সভায় সভাপতিত্ব করেন-মেলান্দহ স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল আলিম লেবু তালুকদার। রহিম গ্রæপের কর্মী সভায় সভাপতিত্ব করেন-জেলা স্বেচ্ছাসেবক দলের ক্ষুদ্র ও কুটির শিল্প বিয়ক সম্পাদক আবুল হোসাইন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।