কাজিপুরের মাথা গোঁজার ঠাঁই পেলেন ৩৫ পরিবার

S M Ashraful Azom
0
কাজিপুরের মাথা গোঁজার ঠাঁই পেলেন ৩৫ পরিবার


স্টাফ রিপোর্টার:  সারাদেশের সাথে কাজিপুরের ৩৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের হাতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পাকা ঘরের চাবি তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা অডিটোরিয়ামে ভিডিও কনফারেন্সের সংযুক্ত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-১ কাজিপুরের এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয়। তিনি বলেন, ‘ মাননীয় প্রধানমন্ত্রী পিতার আদর্শকে বুকে ধারণ করে ছিন্নমূল মানুষকে দিলেন নিরাপদ আশ্রয়। দিলেন ঘরসহ জমি।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, ভাইস চেয়ারম্যান দীন মোহাম্মদ বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এবিএম আরিফুল ইসলাম, পিআইও একেএম শাহা আলম মোল­া,কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার। 

এছাড়া  কাজিপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, উপজেলা আ.লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।  


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top