উল্লাপাড়া প্রতিনিধি: উল্লাপাড়া পৌরসভা নির্বাচনের ভোট গ্রহনের দিন যতই ঘনিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে নির্বাচনী মাঠ। প্রচার-প্রচারণা দারুণভাবে জমে ওঠার পাশাপাশি একের পর এক আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক প্রার্থীর সমর্থকেরা অন্য প্রার্থীর মহিলা কর্মীদের বিরুদ্ধে চালাচ্ছে অনৈতিক প্রপাকান্ড। সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখানো, পোষ্টার ছেড়া ও পোষ্টারের উপর পোষ্টার লাগানো এবং বিভিন্ন হুমকি ধামকির ঘটনা। ইতিমধ্যে আচরণ বিধি ভঙ্গের দায়ে বেশ কয়েকজন প্রার্থীকে বিভিন্ন সাজা প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। এসব ঘটনায় রিটানিং কর্মকর্তার কাছে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী টেবিল ল্যাম্প মার্কার মোঃ ওয়াহিদুল আলম খান (লিমন) ও উট পাখি মার্কার পদপ্রার্থী মোঃ আজিজুল ইসলাম শাহ আলম।
মোঃ ওয়াহিদুল আলম খান (লিমন) তার টেবিল ল্যাম্প মার্কার মিছিলের মহিলা কর্মীদের ধর্ষণের হুমকির অভিযোগ এনেছেন তার প্রতিদ্ব›দ্বী উট পাখি মার্কার পদপ্রার্থী মোঃ আজিজুল ইসলাম শাহ আলম ও তার সমর্থকদের বিরুদ্ধে। আর লিমনের বিরুদ্ধে ওয়ার্ডের নবগ্রামের সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগ এনেছেন মোঃ আজিজুল ইসলাম শাহ আলম।
রিটানিং কর্মকর্তার কাছে আসা অভিযোগগুলো দ্রæত তদন্ত করে ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশ প্রশাসনের কাছে এ সমস্ত অভিযোগ পাঠানো হচ্ছে।
সর্বশেষ রবিবার রিটানিং কর্মকর্তার কাছে মোঃ ওয়াহিদুল আলম খান (লিমন) এর করা অভিযোগে বলা হয়, উল্লাপাড়া পৌরসভার ৬ নং ওয়ার্ডে তার নির্বাচনী প্রতীক টেবিল ল্যাম্প মার্কার সমর্থকদের মিছিল নিয়ে নৌকা মার্কার উঠান বৈঠকে যোগ দিতে যাচ্ছিলেন। তার মিছিলের সামনে মহিলা কর্মীরা উপস্থিত ছিল। এ সময় তার প্রতিদ্ব›দ্বী প্রার্থী মোঃ আজিজুল ইসলাম শাহ আলম ও তার সমর্থকেরা লিমনের মিছিলের মহিলা কর্মীদের বিভিন্ন ভয়ভীতি ও ধষণের হুমকি দেয়। এমন কি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিমনের মিছিলের ছবি পোষ্ট হলে সেখানেও শাহ আলমের উট পাখি সমর্থকেরা একই হুমকি প্রদর্শন করে। এতে তার টেবিল ল্যাম্প মার্কা ও নৌকা মার্কার নির্বাচনী প্রচার প্রচারণা বিঘিœত হচ্ছে এবং ভোটার ও মহিলা কর্মীদের মধ্যে আতস্ক বিরাজ করছে।
রিটানিং কর্মকর্তার কাছে লিমনের বিরুদ্ধে অপর অভিযোগে মোঃ আজিজুল ইসলাম শাহ আলম বলেন, তার নির্বাচনী এলাকার নবগ্রামের প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে টেবিল ল্যাম্প মার্কার প্রার্থী মোঃ ওয়াহিদুল আলম খান ও তার সমর্থকেরা সাধারণ ভোটারদের বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করছে। আঞ্চলিকতা মেনে লিমনের উট পাখি মার্কায় জোড়পূর্বক ভোট আদায়ের জন্য হুমকি দিচ্ছে সাধারন ভোটারকে। এ নিয়ে সাধারণ ভোটাররা রয়েছেন নানাবিধ আতষ্কে।
উল্লাপাড়া পৌরসভা নির্বাচনের রিটানিং কর্মকর্তা ও সিরাজগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোঃ আবুল হোসেন বলেন, আচরণ বিধিভঙ্গ একটি অপরাধ। ফলে যে সব অভিযোগ এসেছে সেগুলো গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। অভিযোগগুলো পাওয়া মাত্র সংশ্লিষ্ট থানা প্রশাসনের কাছে পাঠানো হচ্ছে। তবে এ পর্যন্ত বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচনের পরিবেশ পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে রয়েছে। আচরণ বিধি ভঙ্গ হলে কাউকে ছাড় দেওয়া হবে না।
আগামী ১৬ জানুয়ারি উল্লাপাড়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩৪,৫০৩ জন। পুরুষ ভোটার ১৭,১৪৯ জন, মহিলা ভোটার রয়েছেন ১৭,৩৫৪ জন। ব্যালট পেপারের মাধ্যমে ১৭ টি কেন্দ্রে উল্লাপাড়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।