ময়মনসিংহে পরিবেশ ক্লাব বাংলাদেশের প্রথম বর্ষপূতি উদযাপিত
জামালপুর প্রতিনিধি: ময়মনসিংহে পরিবেশ ক্লাব বাংলাদেশের প্রথম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। শুক্রবার সকালে ব্রহ্মপুত্র নদের পাড়ে এই বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পরিবেশ ক্লাব বাংলাদেশের মেন্টর অধ্যাপক মোহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও সরকারী আশেক মাহমুদ কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক হারুন অর রশিদ, উপদেষ্টা অধ্যাপক এনামুল হক তালুকদার, পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক মিহির লাল সরদার, সময় টিভির সিনিয়র সাংবাদিক হারুন অর রশিদ, এনটিভির জামালপুর জেলা প্রতিনিধি আসমাউল আসিফ, পরিবেশ ক্লাব বাংলাদেশের শেরপুর জেলা শাখার সভাপতি রকিবুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, নিজ উদ্যোগে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
সবাইকে পরিবেশে সুরক্ষায় সচেতন হতে হবে। শুরুতেই বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয় এবং সবুজ বাংলা নামে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী স্মারকের মোড়ক উন্মোচন করা হয়। এর আগে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।
0 comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।