জামালপুর সংবাদদাতা : জামালপুরর সরিষাবাড়ীতে পূর্ব শত্রুতার জের ধরে বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগিসংযাগের ঘটনা ঘটেছে।
২৬ ফেব্রুয়ারি মধ্যরাতে উপজেলার ভাটারা ইউনিয়নের মাগুরিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্র জানায়, গত ২০ ফেব্রুয়ারি রাতে মাগুরিয়াপাড়া এলাকার বঙ্গবন্ধু মোড়ের শেখ রাসেল স্মতি বয়েজ ক্লাবের দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ ঘটনায় থানায় পাল্টাপাল্টি মামলা হয়।
মাগুরিয়াপাড়া গ্রামের কৃষক আব্দুল কাদের অভিযাগ করেন, পূর্বের ঘটনার জের ধরে শুক্রবার মধ্যরাতে ১০-১২ জন লোক তার বাড়িঘরে হামলা চালায়। হামলাকারীরা পেট্টোল দিয়ে তার বাড়ির দুটি বসতঘর, একটি গোয়াল ঘর ও একটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেয়। এতে বাড়িঘরসহ ৫টি ছাগল, ১৫টি হাঁস-মুরগি, ১টি ধান ভাঙানো মেশিন, ১টি অটোবাইক, ১টি বাইসাইকেল, ১টি সেচপাম্প, ১০ মণ ধান, বিপুল পরিমাণ শুকনো চাল, ফ্রিজ-টিভি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
এসময় আগুন নিভাত গিয়ে শিশু সিয়াম ও চায়না বেগম আহত হয়েছে। আহত চায়না বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপার আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।
উপজেলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ইদ্রিস জানান, অগিসংযাগের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করি। এ ঘটনায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাব ধারণা করা হচ্ছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।